মোক্ষদা একাদশীর দিন পালিত হয় গীতা জয়ন্তী। হিন্দু শাস্ত্র মতে এই দিনটির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন।গীতা জয়ন্তী উপলক্ষে শনিবার রাজধানী আগরতলার ইসকন মন্দিরেও গীতা পাঠ এবং গীতাযজ্ঞের আয়োজন করা হল। শ্রীমদ্ভগবদ্গীতা হিন্দুদের অন্যতম পবিত্র ধর্মগ্রন্থ।গীতায় লেখা শ্লোকগুলো মানুষের কল্যাণে সহায়ক। হিন্দু শাস্ত্রমতে, গীতার প্রতিটি শ্লোক ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে এসেছে। গীতার শিক্ষা কলিযুগে জীবন যাপনের উপায় শেখায়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস,গীতা জয়ন্তীর দিন যিনি গীতা পাঠ করেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করেন এবং সে ব্যক্তির সমস্ত দুঃখ-কষ্ট দূর হয়। পাশাপাশি এই দিনে পূর্বপুরুষদের নামে তর্পণ নিবেদন করলে পূর্বপুরুষরাও মোক্ষ লাভ করেন। গীতা জয়ন্তী ঘিরে বিভিন্ন স্থানে আয়োজন করা হয় গীতা যজ্ঞের। রাজধানীর আগরতলার ইসকন মন্দিরে শনিবার গীতা পাঠ এবং গীতা যজ্ঞের আয়োজন করা হয়। গীতা যজ্ঞ ঘিরে সকাল থেকেই ইসকন মন্দির চত্বরে প্রচুর ভক্ত সমাবেশ ঘটে। মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, সকলের মধ্যে যেন গীতা পৌঁছে দেওয়া যায়,গীতার জ্ঞান যাতে সকলের মধ্যে প্রকাশ পায় এই উদ্দেশ্য নেই গীতা যজ্ঞের আয়োজন। এদিন রাজ্যব্যাপী গীতার প্রচার করা হয়। সকলকে এই দিনে গীতা পাঠের পাশাপাশি গীতার বাণী নিজেদের জীবনে বাস্তবায়িত করার আহ্বান রাখা হয়। এদিন রাজ্যের বিভিন্ন ধর্ম স্থানেও একইভাবে গীতা যজ্ঞের আয়োজন করা হয়। এই উপলক্ষে ভগবত পাঠের ও আয়োজন করা হয়।