শনিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে লিগ্যাল এবং হিউম্যান রাইটস এর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা এবং হিউম্যান রাইটস দপ্তরের আইনজীবীরা। এদিন সংবাদ মাধ্যমকে প্রদেশ কংগ্রেস সভাপতি জানান সম্প্রতি পার্লামেন্ট থেকে বিরোধী দলের এক ১৪৬ জন বিধায়ককে বহিষ্কার করার স্বৈরাচারী নরেন্দ্র মোদি সরকারের যে সিদ্ধান্ত তার প্রতি তীব্র খুব ব্যক্ত করা হয়েছে এই সভার মধ্য দিয়ে এবং আজকের এই সভায় বিভিন্ন বারে কর্মরত ৪২ জন আইনজীবীদের নিয়ে ত্রিপুরার প্রদেশ কংগ্রেস লিগ্যাল সেল এবং হিউম্যান রাইটসের এই সভা অনুষ্ঠিত হয় তাছাড়া এখন থেকে প্রতিমাসে একদিন ধারাবাহিকভাবে এই কংগ্রেস লিগ্যালস সেল ও হিউম্যান রাইটসের সভা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। পাশাপাশি এর মধ্য দিয়ে কংগ্রেস দলকে মজবুত করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি আজকের এই সভায় তিন জন বিভিন্ন দল ত্যাগ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলে যোগদান করেন। যাদের মধ্যে রয়েছে একজন টিপিএস অফিসার আদিবাসী এলাকায় অত্যন্ত জনপ্রিয়তা এবং সাংগঠনিক কাজকর্মে অনন্য অধিনায় দেববর্মা এবং আরেকজন হল এই রাজ্যের তৃণমূল কংগ্রেস থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে লড়াইয়ের শামিল হওয়া একজন জনপ্রিয় নেত্রী আজ কংগ্রেস দলের পতাকা তলে সামিল হয়েছেন। তাদের এই যোগদানে আদিবাসী কংগ্রেস দলও সাংগঠনিকভাবে শক্তিশালী রূপে আত্মপ্রকাশ করবে বলেও আশা ব্যক্ত করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।