শুক্রবার রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরে ৩২ জনের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হল ।মহাকরণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এই নিয়োগপত্র গুলি বিতরণ করা হয় ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত মত রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ সি পদে নির্বাচিতদের মধ্যে অফার বন্টন প্রক্রিয়া চলছে। এরই অঙ্গ হিসেবে শুক্রবার শিল্প ও বাণিজ্য দপ্তরে ৩২ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হল এই উপলক্ষে মহাকরণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা দপ্তরের সচিবসহ অন্যান্য আধিকারিক মন্ত্রী নিজ হাতে নির্বাচিতদের হাতে নিয়োগ পত্র তুলে দেন এই প্রসঙ্গে মন্ত্রী সান্তনা চাকমা জানান তিনি বিশ্বাস করেন নতুন নিয়োগ প্রাপ্তরা নিষ্ঠার সাথে দপ্তরের কাজ পরিচালনা করবেন এবং সবার সার্বিক প্রয়াসে শিল্প ও বাণিজ্য দপ্তরের অগ্রগতির ধারা অব্যাহত থাকবে। মন্ত্রী আরো জানান সরকারের লক্ষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এই লক্ষ্যকে সামনে রেখেই নতুন নিয়োগ প্রাপ্তরা সরকারের কাজে সহযোগিতা করবেন। উল্লেখ্য ২০১৮-১৯ অর্থবছরে প্রথম বিজেপি আইপিএফটি জোট সরকারের মন্ত্রিসভা বিভিন্ন দপ্তরে গ্রুপ সি পদে প্রায় ২৪০০ পদ পূরণে সিদ্ধান্ত গ্রহণ করে এর জন্য জেআরবিটি বা জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা নামে একটি সংস্থা সৃষ্টি করে জে আর বিটি কর্তৃপক্ষ পরীক্ষার মাধ্যমে সংশ্লিষ্ট পদগুলির জন্য প্রার্থী বাছাই করে জে আর বিটি কর্তৃক বাছাইকৃত প্রার্থীদেরই বর্তমানে বিভিন্ন দপ্তরে নিয়োগপত্র প্রদান করা হচ্ছে ইতিমধ্যেই বিভিন্ন দপ্তরে গ্রুপ সি পদে প্রায় ১৮০০ প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে ।