বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহাসহ অন্যান্য নেতৃত্বরা। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি সংবাদ মাধ্যমকে জানান রাজ্যের বর্তমান শাসক দল বিরোধী দলগুলোকে দাবিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে , এর থেকে উরত্তরণের জন্য প্রদেশ কংগ্রেস মনে করছে জনমত তৈরী করা দরকার। যেটা করতে সোশ্যাল মিডিয়ার অবদান দরকার কেননা দেখা গিয়েছে যখনই সোশ্যাল মিডিয়া সক্রিয় থাকে তখন দলের কর্মসূচি থেকে শুরু করে অন্যান্য খুঁটিনাটি বিষয়গুলো ব্যাপকভাবে প্রচার পায়।তাছাড়া দোরগোড়ায় রয়েছে ২০২৪ লোকসভা নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে অগণতান্ত্রিক ও অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইয়ে সোশ্যাল মিডিয়া নিষ্ঠার সাথে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানান তিনি।এদিনের কর্মশালায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা প্রদেশ কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ইনচার্জদের উপস্থিতি ছিল লক্ষণীয়।