Thursday, October 10, 2024
বাড়িখবররাজ্যবাধা-বিপত্তি অতিক্রম করে শিল্পের প্রসার ঘটাতে হবে - ডঃ বি কে সরস্বত

বাধা-বিপত্তি অতিক্রম করে শিল্পের প্রসার ঘটাতে হবে – ডঃ বি কে সরস্বত

বিভিন্ন স্তরের বাধা-বিপত্তি অতিক্রম করে শিল্পের প্রসার ঘটাতে হবে ।বুধবার রাজ্য সফররত নীতি আয়োগের প্রতিনিধি দলের সদস্য ডঃ বি কে সরস্বত রাজ্য অতিথিশালায় এক বৈঠকে এই কথা জানান। বৈঠকে নীতি আয়োগের ৭ সদস্যের প্রতিনিধি দলের সাথে উপস্হিত ছিলেন বিভিন্ন শিল্প সংগঠক, সিভিল সোসাইটি এবং একাডেমি অফ ত্রিপুরার প্রতিনিধি দলের সদস্যরা । বৈঠকের শুরুতেই রাজ্য সফররত নীতি আয়োগের সদস্যদের অভ্যর্থনা জ্ঞাপন করা হয়। বৈঠকে নীতি আয়োগের সদস্যরা রাজ্যে শিল্প প্রসারের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার কথা শুনেন এবং এই সমস্ত প্রতিবন্ধকতা গুলি এড়িয়ে কিভাবে শিল্পের প্রসার ঘটানো যায় সে সম্পর্কে উপস্থিত সদস্যদের পরামর্শ দেন । বৈঠকে নীতি আয়োগের রাজ্য সফররত দলের নেতৃত্ব ড ভিকে সরস্বত এই পরামর্শ দিয়েছেন । উল্লেখ্য ,নীতি আয়োগের ৭ সদস্যের প্রতিনিধি দলটি মঙ্গলবার বিকেলে ২ দিনের সফরে রাজ্যে আসেন ।প্রথমেই দলের সদস্যরা রাজ্যের মুখ্য সচিবের সাথে বৈঠকে মিলিত হন।পরে সন্ধ্যারাতে মুখ্যমন্ত্রীর সরকারি আবাসে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে মিলিত হন নীতি আয়োগ সদস্যরা ।বুধবারই প্রতিনিধি দলটি দিল্লির উদ্দেশ্যে রাজ্য ত্যাগ করবে বলে জানা গেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seventeen + 7 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য