টেট নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করেন ট্যাট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা এই নিয়ে রাজধানীর লক্ষীনারায়ণ বাড়ি রোডে তীব্র যানজটের সৃষ্টি হয় প্রায় ২৫ মিনিট বিক্ষুব প্রদর্শনের পর পুলিশ বিক্ষোভকারীদের সংশ্লিষ্ট স্থান থেকে ছড়িয়ে দেয় এদিকে কি করে টেট উত্তীর্ণরা? মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে এই ধরনের বিক্ষোভ প্রদর্শন করতে পারলো তা নিয়ে বিভিন্ন মহলে তীব্র গুঞ্জন সৃষ্টি হয়েছে পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। ২০২২ সালে টিআরবিটি শিক্ষা দপ্তরের নিয়োগের লক্ষ্যে ট্যাট পরীক্ষা নেয় এই পরীক্ষায় ৩৬১ জন উত্তীর্ণ হন কিন্তু দীর্ঘ আঠারো মাস উত্তীর্ণ হয়ে যাবার পরও ট্যাট উত্তীর্ণদের এখনো চাকরির প্রদান করা হয়নি এই নিয়ে ট্যাট উত্তীর্ণ প্রার্থীরা বিভিন্ন দপ্তরে বিভিন্ন সময়ে আধিকারিকদের সাথে দেখা করে। বিভিন্ন দপ্তরের আধিকারিকরা তাদের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করা পরামর্শ দেন। সেই মতো চলতি বছরে টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা একাধিক বার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় চান তাদের অভিযোগ কোনবারেই মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ তাদের দেওয়া হয়নি সংশ্লিষ্ট বিষয়ে চলতি বছরের এপ্রিল মাসের দিকে একবার টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। সেই মতো ফের বুধবারও ট্যাট উত্তীর্ণদের একাংশ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জমায়েত হয়ে চাকরি প্রদানের দাবিতে মূল সড়কে বিক্ষোভ প্রদর্শন করে এদিন বিক্ষোভ প্রদর্শনকারীরা জানান তারা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানাতে চান কিন্তু এই সুযোগ তাদের দেওয়া হচ্ছে না তাই তারা এই ধরনের কর্মসূচি গ্রহন করতে বাধ্য হয়েছেন।এদিন মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে লক্ষীনারায়ণ রোডের উপর বেশ কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শনের পর পুলিশ এসে তাদের সরিয়ে দেন বিক্ষুব প্রদর্শনের ফলে সংশ্লিষ্ট রোডে যান চলাচল কিছুক্ষণ ব্যাহত হয়। এদিকে নিছিদ্র পলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকার পরও টেট উত্তীর্ণ প্রার্থীরা কি করে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে লক্ষী নারায়ণ রোডে সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে পারলেন তা নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে প্রেসিডেন্ট কালার্স পুরস্কারপ্রাপ্ত রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও।