বিয়ের মাত্র আট মাসের মাথাতেই অগ্নিদগ্ধ হতে হল নাবালিকা বধূ চম্পা বেগমকে। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে তাঁর চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। বিলোনীয়ার রাজনগর বড়টিলার শশুর বাড়ীতেই এই অগ্নিদগ্ধের ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন বধূর মা। তিনি জানান, মেয়েকে মাত্র ৮ মাস আগে বিয়ে দেওয়া হয়েছিল রাজনগর বড়টিলার বাসিন্দা ফারুক মিয়াঁর সঙ্গে। এই সময়ের মধ্যে দুই বার বধূকে নির্যাতন সহ মারধরের ঘটনা ঘটে। বধুর বাপের বাড়ীর পক্ষ থেকে পারিবারিক ভাবে সমস্যা সমাধানের উদ্যোগও নেওয়া হয়েছিল। শনিবার শেষ বেলার দিকে অগ্নিদগ্ধের ঘটনা ঘটলেও বাপের বাড়ীতে জানানো হয়নি বলে অভিযোগ বধুর পরিবারের।পরে অন্য সুত্রে ঘটনার খবর জানতে পারেন বাপের বাড়ীর লোকজন।চম্পাকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে খবর পেয়ে গকুলনগর থেকে বাপের বাড়ির লোকজন ছুটে যান হাসপাতালে। তাঁদের উপস্থিতিতেই বধূকে জিবি হাসপাতালে স্থানান্তর করে দেন চিকিৎসকরা।অপরদিকে বধূর শাশুরীর বক্তব্য, রান্না করতে গিয়ে অসাবধানতার কারনেই অঘটন ঘটে। বধূর মা জানিয়েছেন, মহিলা থানার পুলিশ ঘটনার পর হাসপাতালে এসে ঘটনার প্রাথমিক খোঁজখবর নিয়ে গেছে। মেয়েকে সুস্থ করে তোলাই হল এখন তাঁর কাছে প্রাথমিকতা।মামলা নিয়ে পরে ভাববেন, সাফ জানিয়েছেন তিনি।