Thursday, December 5, 2024
বাড়িখবররাজ্যনেশা বাণিজ্য পাচারের সাথে জড়িত রয়েছে বর্তমান সুশাসকরা - আশিস

নেশা বাণিজ্য পাচারের সাথে জড়িত রয়েছে বর্তমান সুশাসকরা – আশিস

ত্রিপুরা সরকার নেশা মুক্ত রাজ্য গড়ার নামে যুব প্রজন্মকে নেশার সাগরে ভাসিয়ে দিচ্ছে। রাজ্যে বর্তমানে নেশা সামগ্রী পাচার এবং বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছে এখানে সুশাসক দলীয় নেতারা এই অভিযোগ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহার। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন তিনি। পাশাপাশি তিনি আরো বলেন রাজ্যে প্রতিদিন নতুন করে পাঁচজন এইচআইভিতে আক্রান্ত হচ্ছেন, এদের বেশিরভাগ ছাত্রছাত্রী এবং তারা নেশা সামগ্রী সেবনের মধ্য দিয়ে আক্রান্ত হচ্ছে। এই তথ্য রাজ্যের মুখ্যমন্ত্রীর নিজেই দিয়েছেন। রাজ্যে প্রতিদিন গড়ে দুই থেকে তিনজন মানুষ আত্মহত্যা করছে। প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও মৃতদেহ উদ্ধার হচ্ছে। ২০১৮ সালের পর যত গুলি খুনের ঘটনা ঘটেছে তার বেশিরভাগই রাজনৈতিক হত্যার শিকার হয়েছেন। ঠিক একইভাবে পাল্লা দিয়ে রাজ্যে নারী নির্যাতন সহ নারী সংক্রান্ত অপরাধ বৃদ্ধি পেয়েছে। বেকারদের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষের স্বার্থ সম্বলিত ১৭টি এমন দাবিদাবাকে নিয়ে রাজ্যব্যাপী আন্দোলন কর্মসূচি গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। মানুষের স্বার্থ রক্ষার জন্য রাজ্যের প্রতিটি প্রান্তে এই দাবিগুলো নিয়ে কর্মসূচি করা হবে বলে জানান আশিস সাহা। সাংবাদিকদের প্রশ্ন এদিন আবারও আশীষ সাহা জানান খুব দ্রুত রাজ্যে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী আসছেন। তাদের আসার দিন চূড়ান্ত হয়ে গেলে সংবাদ মাধ্যমে তা জানানো হবে। এদিনের এই সাংবাদিক সম্মেলনে আশিস সাহার পাশাপাশি কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। অন্যান্য দল ছেড়ে একদিন তিনজন নেতা কংগ্রেস দলে যোগদান করেন। তাদের মধ্যে রয়েছেন চাকরিচুত্য ১০,৩২৩ এর একজন নেতাও।.

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য