Thursday, December 26, 2024
বাড়িখবররাজ্যচাকুরী প্রতারণার দায়ে আটক ৩

চাকুরী প্রতারণার দায়ে আটক ৩

চাকরির ইন্টারভিউর নাম করে বেকার যুবক-যুবতীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি সংস্থার বিরুদ্ধে। এই ঘটনায় ইন্টারভিউ দিতে আসা বেকার যুবক-যুবতীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে ।বিষয়টি থানা পুলিশ পর্যন্ত গড়িয়েছে ।ঘটনাকে কেন্দ্র করে ভিবিন্ন তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার রাজধানীর মঠ চৌমুহনী এলাকার একটি বেসরকারি হোটেলে চাকরি প্রার্থী বেকার যুবক যুবতীদের ইন্টারভিউ নেয় বহিরাজের একটি সংস্থা ।রাজ্য সরকারের রুরাল ডেভেলপমেন্ট অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পোষ্টের জন্য এই ইন্টারভিউ ছিল বলে জানা গেছে ।চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট হোটেলে এসে ইন্টারভিউ দেন ।তাদের মধ্যে বেশকিছু যুবক-যুবতীকে সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে নির্বাচিত করা হয় ।পরে নির্বাচিত চাকরিপ্রার্থীদের কাছ থেকে সাড়ে ১১ হাজার টাকা দাবি হয় ।সরকারি চাকরির জন্য টাকা প্রদানের বিষয়টি নিয়ে খটকা লাগে চাকরি প্রার্থীদের মধ্যে। একাধিক চাকরিপ্রার্থীরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। এদিন খবর সংগ্রহ করতে সংশ্লিষ্ট হোটেলে গেলে দেখা যায় একাংশের চাকরিপ্রার্থীরা হোটেলের সামনে বিক্ষোভ সামিল হয়েছেন ।এদের মধ্যে একজন জানান ,বুধবার সকালেই তার মোবাইলে ওয়ার্ক ইন্ডিয়া জব থেকে একটি মেসেজ আসে। মেসেজে বলা হয় তিনি চাকরির জন্য নির্বাচিত হয়েছেন। তাকে সংশ্লিষ্ট হোটেলে এসে কর্তৃপক্ষের সাথে দেখা করতে বলা হয়। সেই মতো তিনি হোটেলে এলে কর্তৃপক্ষ তার কাছ থেকে সাড়ে ১১ হাজার টাকা দাবি করে বলে অভিযোগ জানান তিনি।এদিন আরও একাধিক যুবকদের কাছ থেকে একই অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আধিকারিকের মতামত জানতে চাওয়া হলে তিনি তা অস্বীকার করেন। তিনি জানান ,সংশ্লিষ্ট চাকরিগুলি রুরাল ডেভেলপমেন্ট দপ্তরের আধার কার্ডের ডাটা এন্ট্রি অপারেটর জব ।এই ধরনের আউটসোর্সিং জবের জন্য নির্বাচিত প্রার্থীদের থেকে কোনো রকম অর্থ আদায় করা হয় না বলে জানান তিনি।এদিকে চাকরিপ্রার্থীদের বিক্ষোভের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পূর্ব থানার পুলিশ ।পুলিশ আধিকারিক সংশ্লিষ্ট সংস্থার আধিকারিকদের সাথে কথা বলে। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ ।এই ঘটনায় এখন পর্যন্ত রাজ্য সরকারের রুরাল ডেভেলপমেন্ট দফতরের আধিকারিকদের কোন মতামত পাওয়া যায়নি। বিষয়টিকে কেন্দ্র করে বিভিন্ন মহলে তীব্র গুঞ্জনের সৃষ্টি হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য