গন্ডাছড়া মহকুমার ডম্বুরনগর ও রইস্যাবাড়ি ব্লকে চলতি অর্থবছরে এমজিএন রেগায় ১৮ ক্ষ ৬৫ হাজার ৮৪৯ শ্রমদিবসের কাজ হয়েছে । বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয় হয়েছে ৩৯ কোটি ৫ লক্ষ ৫৯ হাজার ৯৮৮ টাকা । এই প্রকল্পে ডুম্বুরনগর ব্লক এলাকায় ১২ লক্ষ ৪৭ হাজার ৯৩৪ মদিবসের কাজ হয়েছে । ব্যয় হয়েছে ২৬ কোটি ৪৫ লক্ষ ৬২ হাজার ৮ টাকা । এছাড়া রইস্যাবাড়ি ক এলাকায় ৬ লক্ষ ১৭ হাজার ৯১৫ শ্রমদিবসের কাজ হয়েছে । এজন্য ব্যয় হয়েছে ১৩ কোটি ৯ লক্ষ ৯৭ হাজার ৯৮৪ টাকা ।