Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যএক ভিন্নধর্মী লিটল ম্যাগাজিন মেলা আয়োজন করেছে তিনকাল প্রকাশনী সংস্থা

এক ভিন্নধর্মী লিটল ম্যাগাজিন মেলা আয়োজন করেছে তিনকাল প্রকাশনী সংস্থা

লেখক কবি ও সাহিত্যিকদের ভেঙ্গে পড়া মন চোখে নতুন রূপ দিতে এক ভিন্নধর্মী লিটল ম্যাগাজিন মেলা আয়োজন করেছে তিনকাল প্রকাশনী সংস্থা স্টুডেন্ট হেলথ হোমের প্রেক্ষাগৃহে সাহিত্য উৎসবের অঙ্গ হিসেবে শনিবার এই লিটল ম্যাগাজিন মেলা অনুষ্ঠিত হয় সাহিত্য উৎসব উপলক্ষে অন্যান্য অনুষ্ঠানের ও আয়োজন করে তিনকাল প্রকাশনা সংস্থাটি।শনিবার দিনকাল প্রকাশনী সংস্থার উদ্যোগে রাজধানীর স্টুডেন্ট হেলথ হোমে এক সাহিত্য উৎসবের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উল্লেখযোগ্য ছিল লিটল ম্যাগাজিন মেলা রিটেল ম্যাগাজিন কবি ও সাহিত্যিকদের আতর ঘর সম্প্রতি নানাহোর ডামাডোলের কারণে হারিয়ে যেতে বসেছে লিটল মেঘের প্রভাব এতে ক্রমশ ছোট হয়ে আসছিল রাজ্যের কবি ও সাহিত্যিকদের মঞ্চ আর এই মঞ্চকে পুনরায় জাগিয়ে তোলার লক্ষ্যকে সামনে রেখেই তিনকাল প্রকাশনী সংস্থা। লিটল ম্যাগাজিন মেলার আয়োজন করেছে এই মেলায় ত্রিপুরা এবং বাংলাদেশের সমসাময়িক কালে একাধিক স্বনামধন্য লিটল ম্যাগাজিন কবিকে তুলে ধরা হয়। মূলত নব চেতনার লেখক কবি ও সাহিত্যিকদের শিল্প সত্তাকে তুলে ধরার লক্ষ্যেই এই মেলার আয়োজন বলে তিনকাল প্রকাশনার পক্ষ থেকে জানানো হয়।প্রসঙ্গত উল্লেখ্য যে,উনিশ শতকের প্রথমার্ধ থেকে ইউরোপ-আমেরিকায় লিটল ম্যাগাজিনের যাত্রা শুরু হয়।পাশ্চাত্যের আদলে বঙ্গদেশে প্রথম লিটল ম্যাগাজিন প্রবর্তন করে প্রমথ চৌধুরী। তাঁর সম্পাদিত সবুজপত্র কে আধুনিক লিটল ম্যাগাজিনের আদিরূপ বলে ধরা হয়। বাংলাদেশে ১৯৪৭ সালে চট্টগ্রামথেকেমাহবুব-উল-আলম চৌধুরী ও সুচরিতা চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত হয় সীমান্ত । ভাষা-আন্দোলনের ইতিহাসে পত্রিকাটি স্মরণীয় হয়ে আছে। তেমনি ভাবে রাজ্যের ও বেশ কয়েকটি লিটল ম্যাগাজিন এখনো স্মরণীয় হয়ে আছে। তবেবর্তমানকালে আলো থেকে অনেকটাই পেছনে চলে গিয়েছিল লিটল ম্যাগাজিনের প্রভাব। তিনকাল প্রকাশনা সংস্থার এই উদ্যোগে রাজ্যে ফের লিটল ম্যাগাজিন স্বমহিমায় মাথা তুলে দাঁড়াবে ।আর এর মাধ্যমে বেরিয়ে আসবে এক ঝাঁক লেখক লেখিকা কবি সাহিত্যিক এমনটাই প্রত্যাশা তথ্যভিজ্ঞ মহলের।ফজলে লোহানীর সম্পাদনায় ১৯৪৯ সালে বের হয় অগত্যা। মধ্যবিত্ত, নব্যনাগরিক জীবনের এবং বুর্জোয়া মানবতাবাদী মানসিকতার প্রতিফলন ঘটেছে অগত্যার লেখাগুলিতে। এ কারণে পত্রিকাটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। তাছাড়াও সমকালীন মেধাবী ও প্রগতিশীল তরুণ লেখকদের উচ্ছ্বাস, আনন্দ, চিন্তাভাবনা অগত্যা পত্রিকাটিকে কেন্দ্র করেই গড়ে ওঠে।আবদুল আলীম চৌধুরী ও আহমদ কবির-এর যৌথ উদ্যোগে প্রকাশিত হয় যাত্রিক (১৯৫৩)। পঞ্চাশের দশকের প্রধান তরুণ সাহিত্যিকগণের সাহিত্যচর্চার ক্ষেত্র ছিল যাত্রিক। সিকান্দার আবু জাফর সম্পাদিত সমকাল (১৯৫৭) পঞ্চাশের দশক থেকে প্রকাশিত হলেও এর প্রকৃত সমৃদ্ধি ষাটের দশক জুড়ে। প্রগতিবাদী-সৃষ্টিশীল সমকাল-এ এমন সব লেখাকে স্থান দেওয়া হতো যে-ধরনের লেখা ইতোপূর্বে প্রকাশিত সওগাত (১৯১৮), মোহাম্মদী, মাহে-নও ইত্যাদি প্রতিষ্ঠিত সাহিত্য পত্রিকায় প্রকাশিত রচনাগুলি থেকে ভিন্ন ধরনের। প্রকৃতপক্ষে ষাটের দশকে বাংলাদেশের লিটল ম্যাগাজিন-আন্দোলন শুরু হয় স্যাড জেনারেশন (১৯৬৩), স্বাক্ষর (১৯৬৩), কণ্ঠস্বর (১৯৬৫), ছোটগল্প (১৯৬৬), সাম্প্রতিক (১৯৬৪) প্রভৃতি আধুনিকতাবাদী লিটল ম্যাগাজিন প্রকাশের মাধ্যমে।এনামুল হকের সম্পাদনায় উত্তরণ (১৯৫৮) পত্রিকাটি বাংলাদেশের লিটল ম্যাগাজিন-আন্দোলনে বিশেষ ভূমিকা রাখে। অপরদিকে ফজল শাহাবুদ্দিন সম্পাদিত কবিকণ্ঠ, সাঈদুর রহমানের খাপছাড়া, মহিউদ্দিন আহমদের স্পন্দন, সিরাজুর রহমান সম্পাদিত সংকেত প্রভৃতি কাগজ পঞ্চাশের দশকেরলিটলম্যাগাজিন-আন্দোলনকে গতিশীল করে। একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এ সময় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য