বিশ্ব মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা পালন করা হয়।এই অনুষ্ঠানের পাশাপাশি চলতি বছর থেকে প্রতিবছর ১১ ডিসেম্বর দেশব্যাপী জাতীয় মাতৃভাষা দিবস পালন করা হবে। বিখ্যাত তামিল কবি ও সাহিত্যিক শুভ্রমনীয়ম ভারতীর কে কেন্দ্র করে জাতীয় মাতৃভাষা দিবস পালিত হবে ।রাজ্যেও এই উপলক্ষে ১১ই ডিসেম্বর বিদ্যালয় ,জেলা এবং রাজ্যস্তরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে ।এবছর ককবরক ,বাংলা ও ইংরেজি ভাষায় ইতিমধ্যেই অনলাইন রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।১৭০ জন প্রতিযোগী প্রতিযোগিনী এতে অংশগ্রহণ করেন ।এদের মধ্যে পাঁচজনকে পুরস্কৃত করা হবে। আগামী বছর থেকে আরও বড় আঙ্গিকে পালিত হবে জাতীয় মাতৃভাষা দিবস অনুষ্ঠান ।এদিন মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা এন শ্রী শর্মা এই সংবাদ জানান ।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব রেভেল হেমেন্দ্র কুমার।