Sunday, December 22, 2024
বাড়িখবররাজ্যখোয়াই জেলা গ্রন্থাগারে অনুষ্ঠিত হয়ে গেল খোয়াই লিটল ম্যাগাজিন ফোরাম কমিটির সভা

খোয়াই জেলা গ্রন্থাগারে অনুষ্ঠিত হয়ে গেল খোয়াই লিটল ম্যাগাজিন ফোরাম কমিটির সভা

খোয়াই প্রতিনিধি ৬ই ডিসেম্বর…… খোয়াই জেলা গ্রন্থাগারে অনুষ্ঠিত হল খোয়াই জেলা লিটল ম্যাগাজিন ফোরাম কমিটির এক সভা। উক্ত সভায় সভাপতিত্ব করেন খোয়াই জেলা লিটল ম্যাগাজিন ফোরাম কমিটির সভাপতি শ্রীযুক্ত মনোরঞ্জন গোপ।এদিন সভার শুরুতে রাজ্যের পদ্মশ্রী পুরস্কার প্রাপক সদ্য প্রয়াত কিংবদন্তি লোকশিল্পী তথা রোসেম বাদক থাঙা ডার্লং-এর প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় পাশাপাশি শিল্পীর শৈল্পিক সত্ত্বা ও জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভার পরবর্তী পর্যায়ে ফোরামের সভা থেকে এপার বাংলা ওপার বাংলার জনপ্রিয় কবি,সাম্যের কবি,সম্প্রীতির কবি, গনজাগরণের কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী কালজয়ী দেশাত্মবোধক গান ” কারার ঐ লৌহ কপাট….এর কথা ও সুরের বিকৃতি ঘটানোর প্রতিবাদ ও ধিক্কার জানানো হয়।
কবির উপরিউক্ত গানের প্রেক্ষিত, ঐতিহাসিক মূল্য এবং এই গানের কথা ও সুর বিকৃতির ব্যাপার নিয়ে বিস্তারিত আলোচনা করেন খোয়াই জেলা লিটল ম্যাগাজিন ফোরামের সম্পাদক তথা কবি ও লেখক শ্রী জহরলাল দাস, বিশিষ্ট শিক্ষাবিদ প্রিয়তোষ ঘোষ, লিটল ম্যাগাজিন ফোরামের সভাপতি শ্রী মনোরঞ্জন গোপ,কবি উত্তম সরকার, দীপেন নাথশর্মা প্রমুখরা। ঐদিন সভায় খোয়াই জেলা লিটল ম্যাগাজিন ফোরাম কমিটির সদস্য সদস্যা ছাড়া ও অনেক কবি, শিল্পী, লেখক সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য