MAYOR BIKASHIT ভারত সংকল্প যাত্রায় জেলার প্রতিটি গ্রামীণ ও নগর এলাকায় ১৭টি কেন্দ্রীয় ফ্ল্যাগশিপ প্রকল্পের সুবিধা জনগণের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এ সমস্ত ফ্ল্যাগশিপ প্রকল্প সম্পর্কেও জনগণকে সচেতন করা হচ্ছে। এদিকে প্রথম পর্যায়ের প্রতি ঘরে সুশাসন অভিযানে রাজ্যের ২৩ লক্ষ মানুষের কাছে বিভিন্ন প্রকল্প ও পরিষেবার সুযোগ পৌঁছে দেওয়া হয়েছিল। শনিবার বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন ২.০ এর অঙ্গ হিসেবে পুর নিগমের দক্ষিণ জোনের উদ্যোগে বড়দোয়ালী স্কুলে এক শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার তাছাড়া উপস্থিত ছিলেন বিধায়িকা মীনারানি সরকার, সাউথ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিকসহ অন্যান্যরা। শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, জনস্বার্থে নেওয়া সকল কর্মসূচি জনগণের ঘরে পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য।


 
                                    
