ক্যালেন্ডার কর্মসূচির অঙ্গ হিসেবে আগামী ১০ ডিসেম্বর বোধি শীর্ষক একটিডিসট্রিক্ট লিটারেসি সেমিনারের আয়োজন করতে চলেছে রোটারি ক্লাব অফ আগরতলা সিটি। ১০ ডিসেম্বর বিকেল ৪টায় আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে এই সেমিনার অনুষ্ঠিত হবে ।সেমিনারে রোটারি ইন্টারন্যাশনালের বিশিষ্ট বক্তারা উপস্থিত থাকবেন ।এছাড়াও উপস্থিত থাকবেন শিক্ষা দপ্তরের আধিকারিক সহ সংশ্লিষ্ট শিক্ষক ,ছাত্র ,ড্রপ আউট সেন্টারের সঙ্গে যুক্ত শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। সেমিনারে রাজ্যের বিশিষ্ট সাংস্কৃতিক দলগুলি আবৃত্তি, কবিতা পাঠ, নৃত্য ও নাটিকার মাধ্যমে স্বাক্ষরতা বিষয়ে তাদের ভাবনা তুলে ধরবে। সাংস্কৃতিক ক্ষেত্রে ত্রিপুরার বিশিষ্টজনদের এই সেমিনারের সংবর্ধিত করা হবে ।অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ডিস্ট্রিক্ট গভর্নর নিলেশ কুমার আগরওয়াল, শিক্ষা অধিকর্তা নিপেন্দ্র চন্দ্র শর্মা ,ডিস্ট্রিক্ট লিটারেসি চেয়ারম্যান পার্থপ্রতিম ফুকন, এসিস্ট্যান্ট গভর্নর নির্মল কুমার সিংঘি, ক্লাব সভাপতি প্রণবাশীষ মজুমদার এবং অনুষ্ঠানের আবহায়ক রোটারিয়ান সুভব্রত দেব। উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্য এবং পশ্চিমবঙ্গ থেকে প্রায় দেড় শতাধিক রোটারিয়ান এই সেমিনারে উপস্থিত থাকবেন ।শনিবার আগরতলা প্রেসক্লাবে আহুত এক সাংবাদিক সম্মেলনে লটারি ক্লাব অফ আগরতলা সিটির বোধি সেমিনারের আহ্বায়ক রোটারিয়ান শুভব্রত দেব এই সংবাদ জানিয়েছেন।