শুক্রবার মেলাঘর ঠাকুরপাড়া স্কুলের বাসিন্দা চিন্তাহরণ পাল স্ত্রী প্রতিমা পাল ও মেয়ে মনিকা পালের মৃতদেহ উদ্ধার হয়েছে একই ঘর থেকে। তিনি পেশায় মৃৎশিল্পী হলেও বর্তমানে ঠাকুরপাড়া স্কুলে মিড-ডে-মিলের কাজে যুক্ত ছিলেন। তাঁর স্ত্রী প্রতিভা পালও এই কাজে সাহায্য করেন।এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া বিরাজমান। শনিবার এই ঘটনার খবর পেয়ে মৃতদের বাড়িতে গিয়েছেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। তিনি তাঁদের পরিজনদের সাথে কথাবার্তা বলেন। ওই ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন তিনি। এই বিষয়ে তিনি মুখমন্ত্রী অধ্যাপক (ডা) মানিক সাহার সাথে আলোচনা করবেন বলে ও জানান তিনি।