Wednesday, October 30, 2024
বাড়িখবররাজ্যনিজ ঘর থেকেই উদ্ধার পরিবারের তিনজনের মৃতদেহ

নিজ ঘর থেকেই উদ্ধার পরিবারের তিনজনের মৃতদেহ

মেলাঘর ঠাকুরপাড়া স্কুলের উল্টো দিকের গলিতে চিন্তাহরণ পালের বাড়ি। তিনি পেশায় মৃৎশিল্পী হলেও বর্তমানে ঠাকুরপাড়া স্কুলে মিড-ডে-মিলের কাজে যুক্ত ছিলেন। তার স্ত্রী প্রতিভা পালও এই কাজে সাহায্য করেন। সুযোগ পেলে বাড়িতে মূর্তিও তৈরি করেন তারা। তাদের এক ছেলে এবং এক মেয়ে। ছেলেটি প্রায় ২০-২৫ বছর আগে মধু সাহার পুকুরে মৃত অবস্থায় উদ্ধার হয়েছিল। আজ পর্যন্ত জানা যায়নি ছেলের মৃত্যু কিভাবে হয়েছিল। শুক্রবার সকালে চিন্তাহরণ পাল স্কুলে না আসায় একজন সহকর্মী বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন। কিন্তু তারা দরজা না খোলায় পাশের বাড়ির লোকজন আসেন এবং দরজা খুলেন। তখনই দেখা যায় মা, বাবা ও মেয়ে বিছানায় পড়ে আছেন। জানা গেছে চিন্তাহরণ পালের মেয়ে মনিকা ভালোভাবে হাঁটাচলা করতে পারেন না। মেয়েটি বহু প্রতিবন্ধকতা সত্ত্বেও কলেজ পর্যন্ত পড়াশোনা করেছিলেন। কিন্তু পড়াশোনা শেষ করতে পারেননি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fifteen − 14 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য