Friday, June 14, 2024
বাড়িখবররাজ্যধান উৎপাদনে উত্তর- পূর্বাঞ্চলে ত্রিপুরা প্রথম স্থানে - কৃষিমন্ত্রী

ধান উৎপাদনে উত্তর- পূর্বাঞ্চলে ত্রিপুরা প্রথম স্থানে – কৃষিমন্ত্রী

কৃষি বিষয়ক আলোচনায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আই সি এ আই আরের আঞ্চলিক কমিটির জোন-৩ এর দৃষ্টিভঙ্গিতে কৃষির অবস্থা ও উন্নয়নের উপর উপস্থাপনা বিষয়ক ২৫তম উদ্বোধনী ও প্রযুক্তিগত অধিবেশন অনুষ্ঠিত হয় শুক্রবার। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর, শোভা করন্দলাজে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, কৃষি ও কৃষক কল্যাণ, কৈলাশ চৌধুরী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, কৃষি ও কৃষক কল্যাণ পাশাপাশি বিভিন্ন রাজ্যের কৃষি মন্ত্রীগণ ভার্চুয়ালি এই বৈঠকে অংশগ্রহণ করেন। রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ কৃষি ভবনে ভার্চুয়ালি এই বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রী বৈঠক সম্পর্কে বলতে গিয়ে জানান ধান উৎপাদনে ত্রিপুরা স্বাবলম্বী হওয়ার দিকে এগুচ্ছে। ধান উৎপাদনে উত্তর- পূর্বাঞ্চলে ত্রিপুরা প্রথম স্থানে। তবে ঘাটতি ১৯ দশমিক ৪৮ শতাংশ। আই সি এ আরের ২৬ তম আঞ্চলিক কমিটির বৈঠকে উত্তর-পূর্বাঞ্চল নিয়ে আলোচনায় উঠে এসেছে এই তথ্য। শুক্রবার একথা জানান রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। তাছাড়া একটি জমিতে কত বেশি ফসল উৎপাদন করা গেছে সেই ক্ষেত্রে ত্রিপুরা উত্তর-পূর্বাঞ্চলে দ্বিতীয় স্থানে রয়েছে বলেও জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য