Monday, September 9, 2024
বাড়িখবররাজ্যঅগ্নিদগ্ধ বটতলা বাজার পরিদর্শনে বিরোধী দলনেতা

অগ্নিদগ্ধ বটতলা বাজার পরিদর্শনে বিরোধী দলনেতা

রবিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পুড়ে ছাই রাজধানী আগরতলার অন্যতম বড় বটতলা বাজারের একাংশ। আর এই খবর চাউর হতেই পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিরোধী দল সিপিআইএমের নেতৃত্বরা , অবশেষে মঙ্গলবার সেই ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শনে যান বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা ও বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।এদিন সংবাদ মাধ্যমের সামনে বিরোধী দলনেতা এই বাজারের ক্ষতি দেখে ব্যবসায়ীদের উদ্দেশ্যে দুঃখ প্রকাশ করেন , ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারের নিকট তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আবেদন রাখেন , এবং ব্যবসায়ীদের স্বার্থে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট লিখিতভাবে দাবি জানাবেন বলে জানান , তাছাড়া বাজারটি যেন বিজ্ঞানসম্মতভাবে মেরামত করা হয় ও ক্ষতিগ্রস্তদের জন্য রিহেবিলিটেশন প্যাকেজ ঘোষণার দাবি জানান , তার পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনের পূর্বে যদি সরকার কোন ধরণের পদক্ষেপ না নেয় তাহলে এই বিষয়টি বিধানসভায় উত্থাপিত হবে এবং এ নিয়ে এরা আন্দোলনে নামবে বলেও জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seventeen − 8 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য