রবিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পুড়ে ছাই রাজধানী আগরতলার অন্যতম বড় বটতলা বাজারের একাংশ। আর এই খবর চাউর হতেই পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিরোধী দল সিপিআইএমের নেতৃত্বরা , অবশেষে মঙ্গলবার সেই ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শনে যান বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা ও বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।এদিন সংবাদ মাধ্যমের সামনে বিরোধী দলনেতা এই বাজারের ক্ষতি দেখে ব্যবসায়ীদের উদ্দেশ্যে দুঃখ প্রকাশ করেন , ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারের নিকট তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আবেদন রাখেন , এবং ব্যবসায়ীদের স্বার্থে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট লিখিতভাবে দাবি জানাবেন বলে জানান , তাছাড়া বাজারটি যেন বিজ্ঞানসম্মতভাবে মেরামত করা হয় ও ক্ষতিগ্রস্তদের জন্য রিহেবিলিটেশন প্যাকেজ ঘোষণার দাবি জানান , তার পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনের পূর্বে যদি সরকার কোন ধরণের পদক্ষেপ না নেয় তাহলে এই বিষয়টি বিধানসভায় উত্থাপিত হবে এবং এ নিয়ে এরা আন্দোলনে নামবে বলেও জানান তিনি।