বর্তমান সরকার বিভাজনের রাজনীতি শুরু করেছে । রাজ্যের জাতি উপজাতি মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি করে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চাইছে । যেটা মোটেই শুভনীয় নয় । কেননা রাজ্যের খৃষ্টান ধর্মালম্বীদের মধ্যে একটা বিভাজন তৈরি করার লক্ষ্যে 25 ডিসেম্বর বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মালম্বীদের কাছ থেকে এসটি কমিউনিটিটি কেড়ে নেওয়ার প্রয়াস নিয়েছে । কংগ্রেস দল তার প্রতিবাদে গর্জে উঠেছে ।, কেননা কংগ্রেস মনে করছে তাতে করে এসটি কমিউনিটিদের মধ্যে একটা বিভাজন তৈরি করতে চাইছে সরকার । গভীর ষড়যন্ত্র চলছে খ্রিস্টানদের কাছ থেকে এসটি কমিউনিটি ছিনিয়ে নেওয়ার । এ দিন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন দাবি জানিয়ে বলেন , প্রয়োজনে সংবিধান সংশোধনীর মাধ্যমে টিটিএডিসিকে প্রদান করা হোক। যাতে করে পাহাড়ি এলাকাগুলিতে সাধারণ মানুষ কাজ খাদ্যের জন্য হাহাকার করতে না হয় । বিধায়ক সুদীপ রায় বর্মন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়ে বলেন, মুখ্যমন্ত্রী যাতে বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করেন । নতুবা রাজ্যে তৈরি হবে একটি বিভাজন ।