ভারতীয় জনতা পার্টির প্রতি বিশ্বাস রয়েছে ত্রিপুরার জনগণের। গত তিনদিনব্যাপী জনপ্রতিনিধিদের প্রশিক্ষণ শিবিরে অংশ নেওয়ার পর তা আরও স্পষ্ট হয়েছে। বৃহস্পতিবার বিজেপির সদর দপ্তরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন প্রশিক্ষণ বিভাগের কেন্দ্রীয় কমিটির সদস্যা মিতা নাথ বোড়া। তিনি বলেন রাজ্যের জনগণ চায় বর্তমানে যেমন জনপ্রতিনিধিরা সকলের সেবা করে যাচ্ছেন, আগামীতেও তারা যেন এভাবেই কাজ করে যান। উল্লেখ্য,তিন দিনব্যাপী এক দিবসীয় ট্রেনিং প্রোগ্রাম শেষ হয়েছে গত ২২ নভেম্বর।এতে রাজ্যের সকল লোকাল আরবান বডির কাউন্সিলর, কর্পোরেটর, বিভিন্ন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেয়র এবং ডেপুটি মেয়রসহ সকলেই উপস্থিত ছিলেন। ২০ নভেম্বর আগরতলা পুর নিগম, মোহনপুর পুরসভা, রানিরবাজার পুরসভা, জিরানিয়া নগর পঞ্চায়েত, তেলিয়ামুড়া পুরসভা এবং খোয়াই পুরসভার ট্রেনিং সম্পন্ন হয়। ২১ নভেম্বর কৈলাশহর, ধর্মনগর,কুমারঘাট, আমবাসা পুরসভা, কমলপুর নগর পঞ্চায়েত নিয়ে হয় প্রশিক্ষণ শিবির। এদিকে ২২ নভেম্বর বিশালগড়, শান্তি বাজার, মেলাঘর এবং উদয়পুর পুরসভা, পাশাপাশি সাব্রুম, অমরপুর এবং সোনামুড়া নগর পঞ্চায়েত নিয়ে প্রশিক্ষণ পর্ব সম্পন্ন হয়। প্রায় ৩২০ জন জনপ্রতিনিধিরা এই প্রশিক্ষণ পর্বে অংশগ্রহণ করেন। মিতা নাথ বোড়া বলেন, দেশ জুড়ে এই ধরনের প্রশিক্ষণ চলছে। জনগণের সেবার উদ্দেশ্য নিয়েই এই ধরনের প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়েছে।