দক্ষিণ ত্রিপুরা জেলার স্ব-সহায়ক গোষ্ঠীগুলি দ্বারা তৈরি পণ্যগুলির বিপণনের জন্য *আহন’ নামে নামকরণ করা হয়েছে। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন জোলাইবাড়ি কমিউনিটি হলে নামকরণ অনুষ্ঠানের আয়োজন করে। নামকরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায়। স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ ত্রিপুরা জেলা ম্যাজিস্ট্রেট সাজু ওয়াহিদ এ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোলাইবাড়ি ক্লাস্টার-এল লেভেল ফেডারেশনের সভাপতি রাধারানী রায়। অনুষ্ঠানে টিআইডিসি চেয়ারম্যান বলেন, রাজ্য সরকার গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করতে বিভিন্ন উপায়ে SHGS-কে সহায়তা দিচ্ছে। সরকারের লক্ষ্য গ্রামীণ জনগণকে স্বাবলম্বী করে গড়ে তোলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমাহ, ভাইস চেয়ারম্যান তাপস দত্ত, সমাজপতি অজয়রেঙ, টিআরএলএম-এর ডিরেক্টর দীপায়ন ঘোষ এবং জোলাইবাড়ি আরডি ব্লকের বিডিও অভিজিৎ দাস।