লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন 2.0 জিরো শীর্ষক কর্মসূচি গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। গোটা দেশে এই কার্যক্রম অনুষ্ঠিত হবে। আগরতলা পৌরনিগম এলাকার প্রতিটি ওয়ার্ডে এবং জোনালে এই উপলক্ষে কর্মসূচি গ্রহণ করা হয়েছে ।এই গৃহীত কর্মসূচি সফলভাবে রূপায়ণ করে তুলতে মঙ্গলবার আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন পুরো নিগমের আধিকারিক, মেয়র পারি্ষদের সদস্য সদস্যা সহ কর্পোরেটররা। এই প্রসঙ্গে মেয়র দীপক মজুমদার জানান ,আগরতলা পৌরনিগমের প্রতিটি ওয়ার্ডে বিশেষ কর্মসূচি নেওয়া হবে। কর্মসূচির দিনক্ষণ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।