চলতি বছরের ডিসেম্বর মাসে মাঝামাঝি সময়ে রাজ্যে আসছে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। বর্তমানে পাঁচটি রাজ্য চলছে নির্বাচন, এই নির্বাচন শেষে ফলাফল ঘোষণার পর ঠিক করা হবে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর ত্রিপুরেশ্বরীর পূর্ণ ভুমিতে পদার্পণ করা দিন তারিখ। মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এক সাক্ষাৎকারে এ কথা জানান কংগ্রেস ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ জরিতা লাইটফ্লাং। তাদের ত্রিপুরাতে আসার মূল উদ্দেশ্য হলো রাজ্যের মানুষের সাথে মিশে তাদের সমস্যা কথা শুনে সেগুলিকে কিভাবে নিরসন করা যায় সে বিষয়ে আলোকপাত করে উপায় বের করার উদ্দেশ্যে।