শনিবার তপশিলি জাতি কল্যাণ দপ্তরের দ্বিতীয় পর্যায়ের রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়েছে মিটিংয়ে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এই দিনের মিটিং নিয়ে মন্ত্রী সুধাংশু দাস সংবাদমাধ্যমকে জানান তপশিলি জাতি কল্যাণ দপ্তর রাজ্যের তপশিলি জাতি মানুষদের কল্যাণে যে প্রকল্পগুলি নিয়ে এসেছে তা কতটুকু বাস্তবায়িত হয়েছে এবং কেন্দ্র সরকারের যতগুলো প্রকল্প রয়েছে তা কতটুকু ইমপ্লিমেন্ট হয়েছে ও পুরো রাজ্যে কাজের প্রগ্রেস রিপোর্ট কি রয়েছে সে বিষয় নিয়ে আলোচনা করা হবে। তাছাড়া তপশিলি জাতি যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে যাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে স্কলার্শিপ প্রদান করা হয় তার প্রগ্রেস রিপোর্ট কি রয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে সেই বিষয়বস্তু নিয়ে বিশদভাবে আলোচনা করা হবে বলে জানিয়েছেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।