মায়ের মন্দিরে পূজো দিলেন কুমার শানু রাজ্যে এসেছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী কুমার শানু।জিরানীয়ায় শ্যামাপূজো ও দশদিন ব্যাপী মেলা উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে আগরতলাতে এসেছেন। শনিবার মন্ত্রী সুশান্ত চৌধুরী কে সঙ্গে নিয়ে ৫১ পীঠের অন্যতম পীঠ স্থান মাতা এিপুরেশ্বরী মন্দিরে পূজা দিতে ছুটে আসেন। মায়ের মন্দিরে পূজা দিলেন। মায়ের আশীর্বাদ নিলেন।পরে মায়ের মন্দিরে শিববাড়ি তে পূজো দিয়ে সাংবাদিকদের সামনে বলেন এর আগে ও এিপুরা রাজ্যে আসলে ও মায়ের মন্দিরে আস্তে পারেন নি কারন তখন মাকে ডাকে নি।এই বার মা ডেকেছেন।তাই মায়ের মন্দিরে পূজা দিলেন। আগামীতে মাকে নিয়ে একটি গান তৈরী করার ইচ্ছা রয়েছে বলে জানান কুমার শানু ।