ধনতেরাস হাতেগোনা আর মাত্র কয়েক ঘন্টা বাকি। ধনতেরাস ও দেওয়ালি উৎসব উপলক্ষে প্রায় সবকটি জুয়েলারি প্রতিষ্ঠানই সোনা ও হীরের গয়নার উপর বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহার নিয়ে হাজির হয়ে থাকে। ধন্তেরাস হল সম্পদ এবং সৌভাগ্যের দেবীকে বাড়িতে স্বাগত জানানোর উৎসব। স্বর্ণ ও হীরের গয়না কেনার মাধ্যমেই এই উৎসব উদযাপন করার রীতি। দেবী ধনলক্ষ্মীর আশীর্বাদে এবং সোনা ও হিরে থেকে যে উজ্জ্বল ছটা বেরোয় তাতেই পরিবারের সুখ, শান্তি আর সৌভাগ্য আসে। তাই এই উৎসবের এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। সেজন্যই প্রতিবছর ধনতেরাস উপলক্ষে প্রতিটি জুয়েলারি প্রতিষ্ঠান নিত্য নতুন ডিজাইনের স্বর্ণালংকার নিয়ে ক্রেতাদের সামনে হাজির হয়ে থাকে। এবারও যেন তার ব্যতিক্রম নয়। বিগত দিনের মতো এবারও প্রতিটি জুয়েলারি প্রতিষ্ঠান ক্রেতাদের পছন্দ অনুযায়ী বিশেষ ধরনের গয়না নিয়ে হাজির। তার সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার। সঙ্গে রয়েছে লাকি ড্র। আর তাতে রয়েছে মন মাতানো উপহার। যার সুযোগ নিতেই এখন জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে উপচে পড়া ভিড় সাধারণ ক্রেতাদের। এক কথায় বলা যেতে পারে ধনতেরাসে জমে উঠেছে স্বর্ণের বাজার। ক্রেতাদের ভিড়ে হাসি ফুটছে স্বর্ণ প্রতিষ্ঠানগুলির মুখে। সৌভাগ্যবানদের ভির লক্ষ করা যায় শহরের স্বর্ণ প্রতিষ্ঠানগুলোতে। আলোর উৎসব দীপাবলীর ঠিক প্রাক মুহূর্তে শনিবার রাজধানীর ছোট-বড় প্রায় সবকটি স্বর্ণ প্রতিষ্ঠানে ক্রেতাদের ভিড় ছিল লক্ষণীয়। বিশেষ করে রাজ্য এবং বহির রাজ্যের স্বনামধন্য স্বর্ণ প্রতিষ্ঠান গুলিতে ক্রেতাদের ভিড় ছিল উপচে পড়া।ভিড়ে ঠাসা প্রতিষ্ঠান অনেকে তাকে দেখা গিয়েছে ওয়েটিং এ বসে থাকতে।এক সাক্ষাৎকারে শ্যাম সুন্দর কোংজুয়েলার্সের কর্ণধার অর্পিতা সাহা জানান, এবারের চমক ভরা ধনতেরাস সারা রাজ্যেই ব্যাপক সাড়া পাওয়া গেছে। উৎসবের মেজাজেই মানুষ স্বর্ণালংকার ক্রয় করছেন। তবে নতুন প্রজন্মের ছেলে মেয়েরা যেভাবে এই উৎসবে সামিল হচ্ছেন তা খুবই তাৎপর্যপূর্ণ।