আগরতলা আখাউড়া রেল প্রকল্পের উদ্বোধন রাজ্যের কাছে একটা ঐতিহাসিক দিন বলে অভিহিত করলেন মুখ্যমন্ত্রী ।এদিন মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী আরো বলেন, আজকের দিনটি রাজ্যের ইতিহাসে সর্ণাক্ষরে লেখা থাকবে। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে বুধবার সকালে আগরতলা আখাউড়া রেল প্রকল্পের উদ্বোধন হয় ।একই সাথে খুলনা মংলা রেল প্রজেক্ট এবং মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট এর উদ্বোধন হয় এদিন ।এই উপলক্ষে এক ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এই অনুষ্ঠান উপলক্ষে মহাকরণেও এক ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়।এই উপলক্ষে পরে মহাকরণে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ।তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাজ্যবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানান । তিনি বলেন ,এক্ট ইস্ট পলিসির মাধ্যমে প্রধানমন্ত্রী যে হীরা প্রকল্পের কথা উল্লেখ করেছিলেন ,বাস্তবিক পক্ষে তারই বাস্তবায়ন হতে চলেছে। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী আরও জানান ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে সারা দেশে পাঁচশ আটটি রেল স্টেশন কে পুনঃ উন্নয়নের জন্য ভিত্তিক প্রস্তর স্থাপন করেছেন ।এর মধ্যে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জুনের ৯১ টি রেলস্টেশনের জন্য ৫ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।এই ৯১টি স্টেশনের মধ্যে রাজ্যের ধর্মনগর,কুমারঘাট ও উদয়পুর সরেল স্টেশন রয়েছে। এই তিনটি রেল স্টেশনের আধুনিকীকরণে ৯৬ কোটি ৬০ লক্ষ টাকা বিনিয়োগ করা হবে।