Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যধর্মান্তরিত হওয়ার কারণে চাকমা সম্প্রদায়ের ১৬ টি পরিবারকে সমাজচ্যুত করার ঘটনা সঠিক...

ধর্মান্তরিত হওয়ার কারণে চাকমা সম্প্রদায়ের ১৬ টি পরিবারকে সমাজচ্যুত করার ঘটনা সঠিক নয়, ত্রিপুরা চাকমা সামাজিক পরিষদের জেনারেল অ্যাসেম্বলির শেষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানান সংগঠনের সাধারণ সম্পাদক শান্তি বিকাশ চাকমা

ত্রিপুরা রাজ্য চাকমা সামাজিক পরিষদের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। আগরতলা টাউন হলে আয়োজিত এই জেনারেল অ্যাসেম্বলিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চাকমা সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেয়। সভায় চাকমা সম্প্রদায়ের পরম্পরা গত রীতিনীতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। আলোচনা হয় পেচারথলে আন্ডারছড়া গ্রামে ধর্মান্তরিত হওয়ার বিষয়টি নিয়ে। শুধু তাই নয়, ধর্মান্তরিত নিয়ে সম্প্রতি ত্রিপুরা হাইকোর্টের দেওয়া নির্দেশিকা নিয়েও আলোচনা হয়। সভার শেষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা রাজ্য চাকমা সামাজিক পরিষদের রাজ্য সম্পাদক শান্তি বিকাশ চাকমা সভায় আলোচ্য বিষয়গুলি তুলে ধরে বলেন ১৬ পরিবার ধর্মান্তরিত হওয়ার বিষয়টি স্বইচ্ছায় হয়নি। অনেকটা চাপে পড়েই পরিবারগুলি ধর্মান্তরিত হতে বাধ্য হয়েছিলেন। যদিও এই পরিবার গুলির মধ্যে চৌদ্দ পরিবার পুনরায় নিজ ধর্মে ফিরে এসেছে। তবে সমাজ থেকে তাদের বিতাড়িত করার বিষয়টি সঠিক নয়। চাকমা সম্প্রদায়ের পরম্পরাগত ও রীতিনীতি অনুযায়ী কেউ ধর্মান্তরিত হলে তাদেরকে সমাজ থেকে বিতাড়িত করার নিয়ম থাকলেও, এক্ষেত্রে তা করা হয়নি। তারা নিজেদের উদ্যোগেই সমাজ থেকে বের হয়ে যায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

11 + 20 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য