শারদীয়া উৎসবের অন্যতম একটি অঙ্গ হলো প্রতিমা নিরঞ্জন। ইতিমধ্যেই বিজয়া দশমীর শেষে চলছে প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়া। আর এই প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়াকে আকর্ষণীয় করে তুলতে রাজ্যে গত বছর থেকে শুরু হয়েছে প্রশাসনিক উদ্যোগে কার্নিভালের আয়োজন। এবারও তার ব্যতিক্রম হবে না। প্রশাসনিকভাবে পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার রাজধানী আগরতলার সিটি সেন্টারে সামনে অনুষ্ঠিত হবে এই কার্নিভাল। এদিন বিকেলে কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধনের পর শহরের অধিকাংশ ক্লাব প্রতিমা নিয়ে সুসজ্জিত শোভা যাত্রার মধ্য দিয়ে শেষ করবে তাদের প্রতিমা নিরঞ্জনের কাজ। কার্নিভালে থাকবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। গেল বছর দারুণ ভাবেই সফল হয়েছে এধরনের কার্নিভাল অনুষ্ঠান। তাতে ব্যাপক সাড়াও লক্ষ্য করা যায়। তাই গেল বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারের কার্নিভালকে আরো বেশি সফল করে তুলতে কোন কিছুতেই খামতি রাখতে চাইছে না প্রশাসন। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং আগরতলা পৌর নিগমের সহায়তায় আয়োজিত কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক মুখ্যমন্ত্রী ছাড়াও থাকবেন রাজ্য মন্ত্রিসভার সদস্যরা সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। তাই গোটা অনুষ্ঠানটিকে সফল করে তুলতে চলছে এখন জোরদার প্রস্তুতি। হাজার হাজার মানুষের উপস্থিতিতে এবারের কার্নিভালও দারুণভাবে সফল হবে বলে প্রত্যাশা প্রশাসনের কর্মকর্তাদের।