Sunday, September 8, 2024
বাড়িখবররাজ্যপুজোর দিনগুলিতে রাজ্যে বিদ্যুতের কোথাও অভিযোগ নেই - বিদ্যুৎ মন্ত্রী

পুজোর দিনগুলিতে রাজ্যে বিদ্যুতের কোথাও অভিযোগ নেই – বিদ্যুৎ মন্ত্রী

শারদোৎসবে রাজ্যে বিদ্যুতের চাহিদা এবং পরিষেবা সংক্রান্ত দিকটি খতিয়ে দেখার জন্য নিগমের হেড অফিসে অন্যান্য দিনের ন্যায় শনিবার মহাসপ্তমীর দিনও ছুটে আসেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ। তিনি এদিন নিগমের আধিকারিকদের নিয়ে পুজোতে বিদ্যুতের চাহিদা, পরিষেবা, সংক্রান্ত বিভিন্ন দিক খতিয়ে দেখেন। এই সব দিক খতিয়ে দেখার পর তিনি সাংবাদিকদের জানান পুজোর দিন গুলিতে কোথাও কোন অভিযোগ নেই। সাড়া রাজ্যে ভাল করে বিদ্যুৎ পরিষেবা দিয়েছে বিদ্যুৎ নিগম। পুজোতে পঞ্চমীর দিন পর্যন্ত আরও বাড়তি বিদ্যুৎ ছিল। ষষ্টির দিনও কোন অভিযোগ নেই। ষষ্টির দিন রাতেও খুব ভাল গেছে। এদিন রাতে রাজ্যে বিদ্যুতের চাহিদা ছিল ৩০৪ মেগা ওয়াট। এর মধ্যে বাংলাদেশেও বিদ্যুৎ পাঠানো হয়েছে। এর পরও মোট ৫০০ মেগা ওয়াটের মত বিদ্যুৎ রেডি করে রাখা হয়েছে। যদিও তা লাগেনি। তবে রাত্র যত বাড়তে থাকল এই ৩০৪ মেগা ওয়াট বিদ্যুৎ কমে ২২৭ এ নেমে আসল। সপ্তমীর দিন রাতে রাজ্যে কোন ক্রমে ৩৪০ এর মত উঠবে না বলে জানান তিনি। এর পরও ৫০০ মেগা ওয়াটের মত রেডি করে রাখা হয়েছে বলে জানান তিনি।বিদ্যুৎ মন্ত্রী এমনটাও জানান কল সেন্টারের নম্বরের পাশাপাশি পুজো উপলক্ষে নিগমের পক্ষ থেকে স্পেশাল একটি ফোন নম্বর জারি করা হয়েছে। ৬০৩৩১৩২১০৭ নম্বরেও কল করে কোন বিদ্যুতজনিত সমস্যার কথা গ্রাহকরা জানাতে পারেন। তিনি এদিন আশা প্রকাশ করেন পুজোর বাকি দিনগুলিও কোন সমস্যা হবার কথা নয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য