আজ ঊনকোটি জিলা পরিষদের কনফারেন্স হলে ঊনকোটি জেলাভিত্তিক ‘ স্বচ্ছ ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা ’ অভিযানের সূচনা হয়েছে । ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস এই অভিযানের উদ্বোধন করেন । উদ্বোধকের ভাষণে শ্রীদাস বলেন , রক্তাল্পতা ও যক্ষারোগ মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যেই এই অভিযান । পোলিও টিকাকরণের বিষয়টিকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে । প্রতিটি টিকাকরণ অভিযানে আশাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন । সুস্থ সমাজ ও দেশ গঠনে নিজেকেও সুস্থ রাখতে হবে । প্রতিটি শিশু আগামীদিনের দেশ গঠনের কারিগর । তাই গর্ভবতী মায়েদেরও স্বাস্থ্য সচেতন হওয়া জরুরী । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য আধিকারিক ডা . জন বি ডার্লং । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যক্ষা আধিকারিক ডা . নবজ্যোতি চাকমা , জেলা টিকারকণ আধিকারিক ডা . শঙ্খশুভ্র দেবনাথ , জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার , জেলা সমাজকল্যাণ ও সমাজশিক্ষা আধিকারিক জন ক্যালভিন দেববর্মা ও জেলার নোডাল অফিসার ডা . অয়ন রায় । ২ উল্লেখ্য , রক্তাল্পতা ও যক্ষামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে আগামী ২ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত টিকাকরণ অভিযান চলবে । আগামীকাল ২৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত চলবে পোলিও টিকাকরণ । অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিবৃন্দ নির্দিষ্ট ৫ জন শিশুকে পোলিওর ঔষধ খাইয়ে দেন ।