Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যমহাষষ্ঠীর দিন সাত সকালে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু এক দিনমজুর শ্রমিকের

মহাষষ্ঠীর দিন সাত সকালে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু এক দিনমজুর শ্রমিকের

আগরতলা সহ গোটা রাজ্যে শুরু হয়ে গেল শারদ উৎসব। আর এই উৎসবের শুরুতেই একের পর এক অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা উঠে আসছে জনসম্মুখে। শুক্রবার মহাষষ্ঠীর দিন সাত সকালেই পুকুরের জলে ডুবে মৃত্যু এক দিন মজুর শ্রমিকের। মৃত শ্রমিকের নাম ভুবনজয় সরকার। বয়স আনুমানিক ৬৫ বছর। ঘটনা রাজধানী আগরতলার ইন্দ্রনগর কবরখলা এলাকায়।। জানা যায় অন্যান্য দিনের মতো শুক্রবার সকালেও ভুবনজয় নিজের পেশাগত দায়িত্ব পালন করতে যায় স্থানীয় একটি বাড়িতে। সেখানে দিনমজুরের কাজ করার সময় আচমকা তিনি পাশে থাকা পুকুরের জলে পড়ে যান। বিষয়টি পরিবারের লোকজন প্রত্যক্ষ করতে পেরে স্থানীয়দের সহযোগিতায়কে জল থেকে উদ্ধার করে দমকল বাহিনীর কর্মীদের সহযোগিতায় জিবি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পরে মৃতদেহ ময়নাতদন্তের শেষে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। মহা ষষ্ঠীর দিন সকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জলে ডুবে দিনমজুর শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen − 13 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য