রাজ্যের অন্যতম একটি প্রধান উৎসব হল দুর্গোৎসব। আর এই উৎসব যাতে মানুষ আনন্দে মুখরিত হয়ে ওঠে সেই প্রত্যাশা কামনা করে শারদীয়া উৎসব উপলক্ষে রাজ্যের জাতীয় উপজাতি সব অংশের মানুষকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য। শুক্রবার আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যবাসীকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বলেন, উৎসবকে সামনে রেখে বিজেপি নেতৃত্বে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষকে সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। ন্যায্য মূল্যের দোকানগুলিতে ভর্তুকী মূল্যে সরিষার তেল থেকে শুরু করে বিভিন্ন পণ্য সামগ্রী ভোক্তারা যাতে ক্রয় করতে পারে তার ব্যবস্থা করেছেন। উৎসবের দিনগুলিতে যাতে শান্তি সম্প্রীতির পরিবেশ বজায় থাকে তার জন্য রাজ্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এছাড়া পূজার প্রাক মুহুর্তেই আগরতলা মুম্বাই রেল সংযোগ একটা বড় উপহার। উৎসবকে সামনে রেখে রাজ্য সরকারের একের পর এক সিদ্ধান্তের জন্য মন্ত্রিসভাকে অভিনন্দন জানান প্রদেশ বিজেপি সভাপতি। পাশাপাশি এদিন তিনি বলেন, সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে নেশা মুক্ত ত্রিপুরা গঠনের স্লোগান দিয়েছে রাজ্য সরকার। সেই লোকে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। নেশার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ধরপাকড়। পূজোর আনন্দের মাঝেও এই নেশা কারবারীদের বিরুদ্ধে বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থাগুলিকে এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন দলীয়ভাবে পুজোর পরে নেশার বিরুদ্ধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে বিজেপি।