লংতরাইভ্যালী মহকুমার অন্তর্গত থালছড়া হেলথ এন্ড ওয়েলন্যাস সেন্টারের উদ্যোগে থালছড়া বাজারে ২৩ ফেব্রুয়ারি এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় । এই স্বাস্থ্য শিবিরে স্বাস্থ্যকর্মীরা মোট ২১ জনকে স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয় । উক্ত শিবিরে উপস্থিত সকলকে ম্যালেরিয়া শনাক্তকরণে আরডি কিট টেস্ট করা হয় । তাতে একজনের শরীরে ম্যালেরিয়া প্যারাসাইট পাওয়া যায় , তাকে সঙ্গে সঙ্গে ম্যালেরিয়ার ঔষধ প্রদান করা হয় ও খাবার নিয়মাবলী বুঝিয়ে বলা হয় । এছাড়া স্বাস্থ্যকর্মীরা শিবিরে উপস্থিত সকলকে ম্যালেরিয়া , ডায়ারিয়া প্রতিরোধ , পরিবার পরিকল্পনা , কোভিড -১৯ টিকা গ্রহণ , হাসপাতালে প্রসবের উপকারিতা এবং পিএমজেওয়াই প্রকল্পের সুবিধা গ্রহণ করার জন্য উপস্থিত সকলকে আহ্বান জানানো হয় । উক্ত অনুষ্ঠানে কমিউনিটি হেলথ অফিসার দেবাশিস ধর ও আশাকর্মী এবং উক্ত স্বাস্থ্যকেন্দ্রের অন্যান্য স্বাস্থ্যকর্মী উপস্থিত ছিলেন ।