আগরতলা পুর নিগমের আওতাধীন পূর্ণিয়া গ্রাম আরবান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে বাণী বিদ্যাপীঠ বালিকা উচ্চ বিদ্যালয়ে গত ২৪ ফেব্রুয়ারি অ্যানিমিয়া প্রতিরোধের উপর এক আলোচনা সভা করা হয় । উক্ত সভায় উপস্থিত বক্তাগণ সকল ছাত্রীদের অ্যানিমিয়া মুক্ত ভারত কর্মসূচিতে টি থ্রী পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন । এই সভায় স্বাস্থ্যকর্মীরা উপস্থিত সকল ছাত্রীদের উচ্চতা ও ওজন পরিমাপ করেন এবং রক্তে হিমোগ্লোবিনের মাত্রা পরীক্ষা করা হয় । তাছাড়া উক্ত সভায় স্বাস্থ্যকর্মীরা প্রত্যেককে আয়রন ফলিক অ্যাসিড টেবলেট ও স্যানিটারি ন্যাপকিন প্রদান করেন । এই সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্যকেন্দ্রের এক্সটেনশন এডুকেটর সাবিত্রী রাণী দেবনাথ , এমপিডব্লিও মনিকা সাহা ও ল্যাব টেকনিশিয়ান সুশান্ত দেবনাথ এবং এলাকার আশাকর্মীরা।