Friday, October 18, 2024
বাড়িখবররাজ্যবাজারে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনতে ও কালোবাজারি প্রতিরোধ করতে প্রশাসনিক অভিযান অব্যাহত

বাজারে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনতে ও কালোবাজারি প্রতিরোধ করতে প্রশাসনিক অভিযান অব্যাহত

পূজোর প্রাক মুহূর্তেও বাজার গুলিতে প্রশাসনিক অভিযান অব্যাহত রয়েছে। মূলত বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনতে এবং কালোবাজারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেই প্রশাসনিক আধিকারিকদের এধরনের অভিযান। বুধবারও আগরতলা সহ শহরতলি প্রতাপগড় এলাকায় বিশেষ অভিযান চালায় প্রশাসনিক আধিকারিকরা। অভিযানকালে বিভিন্ন দোকানে হানা দিয়ে জিনিসপত্রের দাম যাচাই করার পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বিক্রির উদ্দেশ্যে দোকানে মজুদ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়। এদিন প্রতাপগড়ে বেশ কয়েকটি ন্যায্যমূলের দোকানেও আধিকারিকরা হানা দিয়ে গণবন্টন ব্যবস্থা সঠিকভাবে ভোক্তাদের হাতে পৌঁছাচ্ছে কিনা, তা খতিয়ে দেখেন। পরে সেখান থেকে আধিকারিকরা ছুটে আসেন আগরতলা শহরে। শহরের আইজিএম চৌমনিতে এদিন ফাস্টফুড থেকে শুরু করে বিভিন্ন দোকানে অভিযান চলে। অভিযান কালে আধিকারিকরা একটি ফাস্টফুডের দোকান থেকে অবৈধ গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করেন। উৎসবের মধ্যেও এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানালেন আধিকারিকরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য