Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যপ্রধানমন্ত্রীর দেশাত্মবোধের ভাবনায় আয়োজিত মেরি মাটি মেরা দেশ কর্মসূচির রাজ্যভিত্তিক অনুষ্ঠানের অঙ্গ...

প্রধানমন্ত্রীর দেশাত্মবোধের ভাবনায় আয়োজিত মেরি মাটি মেরা দেশ কর্মসূচির রাজ্যভিত্তিক অনুষ্ঠানের অঙ্গ হিসেবে আগরতলায় অনুষ্ঠিত হলো পদযাত্রা

স্বাধীনতা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং দেশবাসীর মনে দেশাত্মবোধের ভাবনা জাগিয়ে তুলতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাটি সংগ্রহ করে দিল্লিতে তৈরি করা হবে অমৃত ভাটিকা। প্রধানমন্ত্রীর এই ভাবনাকে বাস্তব রূপ দিতে কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রীয় শাসকদল দেশব্যাপী আয়োজন করে মেরি মাটি মেরা দেশ কর্মসূচি। সারাদেশের সাথে সঙ্গতি রেখে রাজ্যেও ব্যাপক উৎসাহ উদযাপনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই মেরি মাটি মেরা দেশ কর্মসূচি। পঞ্চায়েত থেকে শুরু করে নগর এলাকা থেকে নির্বাচিত প্রতিনিধিরা মাটি সংগ্রহ করে মাটির কলস ক্রমান্বয়ে মহকুমা জেলাস্তর হয়ে রাজ্যস্তরে পৌঁছে দেয়। এবার পালা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহিত মাটি দিল্লিতে নিয়ে যাওয়া। আর সেই লক্ষ্যেই বুধবার আগরতলায় অনুষ্ঠিত হলো মেরি মাটি মেরা দেশ রাজ্যভিত্তিক অনুষ্ঠান। সরকারিভাবে আয়োজিত এদিনের এই রাজ্যভিত্তিক অনুষ্ঠানকে ঘিরে সার্কিট হাউস থেকে সংগ্রহীত মাটির কলস নিয়ে এক সুসজ্জিত পদযাত্রা বের হয়ে সচিবালয়ের সম্মুখে স্ক্রেপ গার্ডেনে মিলিত হয়। সেখানে আয়োজিত অনুষ্ঠানে মাতৃভূমির স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় যেসব বীর আত্ম বলিদান করেছেন তাদের প্রতি অভিবাদন জানিয়ে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহিত বাটি দিয়ে তৈরি অমৃত ভাটিকার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আর এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার সমস্ত সদস্যরা, বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, অলিম্পিয়ান দীপা কর্মকার, রাজ্যের মুখ্য সচিব সহ নির্বাচিত জনপ্রতিনিধি ও প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকরা। অমৃতবাটিকার উদ্বোধন করে এদিন সচিবালয় চত্বরে বৃক্ষরোপণ করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী আধিকারিকরা। একই সাথে মুখ্যমন্ত্রী উপস্থিত সকলকে পঞ্চপ্রাণ শপথ বাক্য পাঠ করান। এই অনুষ্ঠান থেকেই রাজ্য থেকে সংগ্রহীত মাটির কলস নিয়ে যাওয়া হবে দিল্লিতে। মেরা মাটি মেরা দেশ কর্মসূচির রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন দেশাত্মবোধক ভাবনা-চিন্তাকে সামনে রেখেই অদ্ভুত এই কর্মসূচি নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশ যখন আক্রমণের সম্মুখীন তখন সভায় দেশাত্মবোধের ভাবনা নিয়ে ঐক্যবদ্ধ হয়। কিন্তু দেখা যায় যখন শান্তিতে তখন এই ভাবনা আসে না। শান্তির সময়ও প্রত্যেকের মনে দেশাত্মবোধের ভাবনা জাগিয়ে তুলতেই মেরা মাটি মেরা দেশ কর্মসূচির আহ্বান করে প্রধানমন্ত্রী। দেশের মাটির জন্যই অনেকে বলিদান হয়েছেন। তাদেরকে সব সময় স্মরণ রাখা দরকার। তবে যে কোন কাজের সফলতা আসে সবার সম্মিলিত প্রয়াসে। প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে যেভাবে রাজ্যের মানুষ এই কাজে এগিয়ে এসেছে তাতে নিশ্চিতভাবে বলা যায় মেরা মাটি মেরা দেশ কর্মসূচি রাজ্যে অনেকটা সফল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য