Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যভয়াবহ অগ্নিকাণ্ডে এবার ভস্মীভূত হল পুজো মণ্ডপ সহ প্রতিমা, ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী

ভয়াবহ অগ্নিকাণ্ডে এবার ভস্মীভূত হল পুজো মণ্ডপ সহ প্রতিমা, ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী

উৎসব শুরু হবার প্রাক মুহূর্তে এবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। তাও আবার কোন বাড়িঘর কিংবা ব্যবসায়ী প্রতিষ্ঠান, কিংবা হাটবাজারে নয়। এবার আগুনে পুড়লো পুজোর মন্ডপ সহ প্রতিমা। চাঞ্চলকর এই ঘটনাটি ঘটে বুধবার দুপুরে রাজধানী আগরতলার অভয়নগর এলাকায়। স্থানীয় ব্লাড সান ক্লাবের পুজো মণ্ডপে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড। আর এই অগ্নিকাণ্ডে পুড়ল ক্লাবের পুজো প্যান্ডেল সহ প্রতিমা। স্থানীয়দের অভিযোগ বিদ্যুৎ নিগমের কর্মীরা কাজ শেষ করে ফেরার মিনিট খানেকের মধ্যেই জ্বলতে শুরু করে প্যান্ডেল। আর বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে স্থানীয়রা সঙ্গে সঙ্গে খবর দেয় দমকল বাহিনীর কর্মীদের। অভিযোগ খবর পাওয়ার বেশ কিছু সময় বাদে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর কর্মীরা। পড়ে তারা যুদ্ধকালীন তৎপরতায় নিয়ন্ত্রণে আনে আগুন। তবে আগুনের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে, আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যেতে হয় চার চারটি দমকলের ইঞ্জিন। চারটি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় জনবহুল এই এলাকাটি এদিন বড় ধরনের অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল। তবে অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় ব্লাড সান ক্লাবের পুজো মণ্ডপ সহ প্রতিমা। পূজোর প্রাক মুহূর্তে এই অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়।এদিকে উৎসবের প্রাক মুহূর্তে উজান অভয়নগর ব্লাড সান ক্লাবের পুজো মন্ডপে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ বিশিষ্ট জনেরা। অগ্নিকাণ্ডের স্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত কাজকর্মকর্তাদের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী। এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন সঠিক তদন্তেই জানা যাবে অগ্নিকাণ্ডের মূল রহস্য। তবে প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা ফান্ড থেকে ক্ষতিগ্রস্তদের কিছুটা আর্থিক সহায়তা প্রদান করা যায় কিনা বিষয়টি খতিয়ে দেখার জন্য জেলা শাসককে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 + eleven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য