Monday, September 9, 2024
বাড়িখবররাজ্যধর্ম পরিবর্তন করার দায়ে সামাজিকভাবে বয়কট করে বিভিন্নভাবে হুলিয়া জারির ঘটনায় গভীর...

ধর্ম পরিবর্তন করার দায়ে সামাজিকভাবে বয়কট করে বিভিন্নভাবে হুলিয়া জারির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ উচ্চ আদালতের

ঊনকোটি জেলার অন্তর্গত পশ্চিম আন্দারছড়া গ্রামের চাকমা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত দুই পরিবার পূর্ণজয় চাকমা এবং তরুণ চাকমা বৌদ্ধ ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হন ২০২২ সালের নভেম্বর মাসে। খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হওয়ার পর থেকেই চাকমা সামাজিক বিচার কমিটি এবং আদম পঞ্চায়েত দুটি পরিবারকে সমাজ থেকে বহিষ্কার করে। শুধু তাই নয়, পরিবার দুটির উপর বিভিন্ন ধরনের হুলিয়া জারি করা হয়। এতে করে বিগত এক বছর ধরে এই দুটি পরিবার দুর্বিষহ জীবন যাপন অতিবাহিত করছেন। তাই বিষয়টি নিয়ে বাধ্য হয়েই সুবিচারের প্রত্যাশায় পূর্ণজয় চাকমা এবং তরুণ চাকমা উচ্চ আদালতে রিট পিটিশন করে। মঙ্গলবার এই মামলার শুনানি হয় উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধের বেঞ্চে। বিচারপতি মামলার শুনানিতে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সমস্ত আইনি প্রক্রিয়া খতিয়ে দেখে পরিবার দুটিকে সবদিক দিয়ে অধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য প্রশাসনকে নির্দেশ দেন। মামলার শুনানি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান আবেদনকারীদের পক্ষে রাজ্যের বরিষ্ঠ আইনজীবী সম্রাট কর ভৌমিক । তিনি জানান, এই ঘটনা শোনার পর উচ্চ আদালতের বিচারপতি উষ্মা প্রকাশ করেছেন এবং অতিসত্বর প্রশাসনকে এবিষয়ে দ্রুত ব্যবস্থাপনা গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেন। এধরনের কাজ করছে তাদের অতিসত্বর তা বন্ধ করার নির্দেশ দেন আদালত। পাশাপাশি চাকমা সামাজিক বিচার কমিটি এবং আদম পঞ্চায়েতকে নোটিশ প্রদানের নির্দেশ দেওয়া হয়। শারদীয় উৎসবের পর পুনরায় এই মামলাটি আবারও উচ্চ আদালতে উঠবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ten + one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য