নতুন জাতীয় শিক্ষানীতি ২০২০ কে সামনে রেখে শিক্ষা ও দক্ষতার মধ্যে সমন্বয় বিষয়ক কর্মশালা মঙ্গলবার অনুষ্ঠিত হয় আগরতলার প্রঞ্জা ভবন হলে। এই কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী সান্তনা চাকমা সহ আরো অন্যান্য আধিকারিকরা। কর্মশালায় নিজের বক্তব্যে এদিন মন্ত্রী জানান চলতি বাজেটে ৫০ কোটি টাকার সংস্থান রাখা হয়। যাতে এক লক্ষ যুবক যুবতীদের প্রশিক্ষন করিয়ে তাদেরকে আত্ম নির্ভর করা যেতে পারে। সুশিক্ষিত করে দক্ষ হিসেবে তাদের গড়ে তোলা যায়। এই লক্ষ্যে এবারের বাজেটে তা রাখা হয়েছে। বর্তমান প্রজন্মের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন শুধু মাত্র থিয়োরি দিয়ে সব কাজ হবে না । আর এর পাশাপাশি প্রেকটিক্যালও দরকার। এদিকটির প্রতি নজর প্রদান করা হলে রাজ্যের জাতি জনজাতি ছাত্র-ছাত্রীদের প্রত্যেকে এগিয়ে যেতে পারবে বলে মনে করেন তিনি। এদিন তিনি বলেন রাজ্যের যুবক যুবতীরা যদি মনে করে স্কিল ডেভেলপমেন্ট দফতরের সহায়তায় ব্যাংক লোণ নিয়ে রাজ্যে কিছু করতে চায় তবে এ ক্ষেত্রে সরকার অবশ্যই তাদের সাথে থাকবে। এদিন তিনি উল্লেখ করেন দফতরের মাধ্যমে রাজ্যে এবং রাজ্যের বাইরেও প্রশিক্ষন করিয়ে অনেক বেকার যুবক যুবতীরা রাজ্যের বাইরে এমন কি বিদেশেও তাদের কর্মসংস্থান পেয়েছেন।