Tuesday, August 5, 2025
বাড়িখবররাজ্যসংস্কৃতি ছাড়া কোন সমাজ টিকে থাকতে পারে না- সুশান্ত চৌধুরী

সংস্কৃতি ছাড়া কোন সমাজ টিকে থাকতে পারে না- সুশান্ত চৌধুরী

সংস্কৃতি ছাড়া কোন সমাজ টিকে থাকতে পারে না । সংস্কৃতি রয়েছে বলেই সমাজ সুন্দর আছে । আজ নির্মলা কালচারেল সোসাইটি আয়োজিত সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন করে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন । সদর মহকুমার রেন্টার্স কলোনীস্থিত দক্ষিণেশ্বরী মিলনায়তনে নির্মলা কালচারেল সোসাইটি এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ থেকে সাংস্কৃতিক কর্মশালা শুরু হয়েছে । অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী শ্রী চৌধুরী বলেন , বিভিন্ন সময় সামাজিক অবক্ষয় পরিলক্ষিত হয় । কালের গতিতে সরকারের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা এবং সামাজিক সংস্থা সমাজকে সঠিক দিশায় পরিচালিত করতে উদ্যোগী হয় । তিনি বলেন , ছেলে মেয়েদের শিশু মেলা থেকে সংস্কৃতি মনস্ক করে গড়ে তুলতে পারলে , তাদের মধ্যে আগামীদিনের পরিবার , দেশ ও সমাজ সুন্দর করার প্রয়াস জাগ্রত থাকবে । তিনি আরও বলেন , নির্মলা কালচারেল সোসাইটি বিভিন্ন সময়ে নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে যুক্ত থাকে । শ্রী চৌধুরী বলেন , প্রতিটি ব্যক্তিকে সাংস্কৃতিক মনস্ক হতে হবে । তাহলেই তাদের কর্মকান্ডে সমাজ উদ্বুদ্ধ হবে । অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন নির্মলা কালচারেল সোসাইটির সম্পাদক উৎপলা মুখার্জি । সভাপতিত্ব করেন বিশিষ্ট লেখক ডা . আশিস কুমার বৈদ্য ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 + 10 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য