উৎসবের দিনগুলিতে সবাই যাতে পরিষ্কার-পরিচ্ছন্নভাবে পুজোর আনন্দ উপভোগ করতে পারেন তার জন্য এবার ময়দানে নামলো বিজেপির মহিলা মোর্চার কার্যকর্তারা। সোমবার এমনটাই দেখা গেল রাজধানী আগরতলা শহরের বটতলা শিব মন্দির এলাকায়। প্রদেশ বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে এদিন স্বচ্ছ ভারত কর্মসূচির অঙ্গ হিসেবে মন্দির এলাকায় সংগঠিত করা হয় সাফাই অভিযান কর্মসূচি। যার নেতৃত্ব দেন সংগঠনের প্রদেশ সাধারণ সম্পাদিকা অজন্তা ভট্টাচার্য। এই দিনের এই কর্মসূচি প্রসঙ্গে শ্রীমতি ভট্টাচার্য জানান সবাই যাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ভাবে পূজোর আনন্দ উপভোগ করতে পারেন, তার জন্যই এই স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে সাফাই কর্মসূচির আয়োজন করে সংগঠন। পুজোর মুখে প্রয়োজন অনুসারে এধরনের কর্মসূচি আগামী দিনও অব্যাহত থাকবে বলে জানান তিনি।