আগরতলা জয়নগর এলাকার বাসিন্দা নবম শ্রেণীর ছাত্রী দীপশ্রী দাস মৃত্যু কাণ্ডের ঘটনার সঠিক তদন্তক্রমে দোষীদের শাস্তির দাবিতে এবার সোচ্চার হলো সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। সাব্রুমের কলাছাড়া এলাকায় শাসকদলের এক নেতার বাড়িতে শুদ্ধিকরণের নামে প্রচন্ড নির্যাতন করে বলে অভিযোগ। আর এই নির্যাতন সহ্য করতে না পেরে একসময় আত্মহত্যার চেষ্টা করে নাবালিকা স্কুলছাত্রীটি। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে জিবি হাসপাতালে এবং পরবর্তী সময়ে কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে কোন সুফল না পেয়ে, তাকে ফের আগরতলায় নিয়ে আসার পথে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই ঘটনায় অভিযুক্ত শাসক দলের নেতার বিরুদ্ধে আঙ্গুল উঠতে শুরু করে। অভিযোগ, শুদ্ধিকরণে নামে নির্যাতনের ফলেই তার মৃত্যু হয়েছে। তাই ঘটনার সঠিক তদন্তের জন্য এবার সিট গঠনের দাবী জানালো সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটি। সোমবার সংগঠনের রাজ্য কার্যালয়ে আয়োজিত এর সাংবাদিক সম্মেলনে এই দাবি জানান রাজ্য সম্পাদিকা স্বপ্না দত্ত। সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব রমা দাস, কৃষ্ণা রক্ষিত, ঝর্ণা দাস বৈদ্য সহ অন্যান্যদের পাশে রেখে এদিন শ্রীমতি দত্ত আরো বলেন খুব শীঘ্রই সিট গঠনের দাবি নিয়ে রাজ্য পুলিশের মহা নির্দেশকের দ্বারস্থ হবে সংগঠন। না মানলে পুজোর পরেই বৃহত্তর আন্দোলন গড়ে তোলার পাশাপাশি রাজ্যের প্রতিটি মহকুমাতে ডেপুটেশন প্রদান করা হবে।