১৪ অক্টোবর আগরতলার জি বি হাসপাতালের ৬৩ তম ফাউন্ডেশন ডে উদযাপন করা হবে। স্বাধীনতার পর রাজ্যে আগরতলায় শুধুমাত্র আই জি এম হাসপাতাল ছিল। পাশ্ববর্তি রাষ্ট্র থেকে যখন জনগণের চাপ এই রাজ্যে বাড়তে শুরু করেছিল, ঐ সময় আগরতলাতে জি বি হাসপাতাল শুরু হয়েছিল। তিনশত বেড নিয়ে এই হাসপাতাল তার যাত্রা শুরু করেছিল। এ দিন পাঁচটি বিভাগকে সুপার স্পেশালিটি বিল্ডিং এ স্থানান্তরিত করা হবে। ডায়ালাইসিস বিভাগে বেডের সংখ্যাও বাড়ানো হবে। আগে সেখানে ১৪ টি ব্যাড ছিল এখন ২৫ টি ব্যাড হচ্ছে। পেডিয়াট্রিক আই সি ইউ, জেরিয়াট্রিক ওয়ার্ড এবং ফিমেইল মেডিসিন ওয়ার্ডের ও উদ্বোধন করা হবে সে দিন। জিবি হাসপাতালের ৬৩ তম ফাউন্ডেশন ডে উদযাপন উপলক্ষে সে দিন এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বৃহস্পতিবার আগরতলা জি বি হাসপাতালে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান হাসপাতালের ডেপুটি সুপার ডাঃ মনিরুল ইসলাম। এই সাংবাদিক সম্মেলনে এদিন অর্থোপেডিক বিভাগের পরিষেবার মানোন্নয়নের দিক তুলে ধরেন বিভাগের সিনিয়র চিকিৎসক ডঃ ভূপেশ শীল। তিনি এদিন ও পি ডি , মাইনর ও টি, ও টি, ফিজিওথেরাপি সহ কোন কোন ক্ষেত্রে রোগীদের পরিষেবা দেওয়া হয় এবং এ বছর এখন পর্যন্ত কত সংখ্যক রোগী চিকিৎসা পেয়েছেন তা তুলে ধরেন। এই সাংবাদিক সম্মেলনে এদিন অর্থোপেডিক বিভাগের অন্যান্য চিকিৎসকরাও উপস্থিত ছিলেন।