Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যরাজ্যে বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে এবং বর্ধিত মাশুল প্রত্যাহারের দাবিতে গোটা রাজ্যজুড়ে...

রাজ্যে বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে এবং বর্ধিত মাশুল প্রত্যাহারের দাবিতে গোটা রাজ্যজুড়ে রাস্তায় নামল কংগ্রেস

আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ার অজুহাত এনে সম্প্রতি বিদ্যুৎ নিগম বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করার সিদ্ধান্ত। আর এই বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে সোচ্চার হয় বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল। বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে এবং অবিলম্বে বর্ধিত মাশুল প্রত্যাহারের দাবিতে প্রতিনিয়ত রাজনৈতিক দলগুলি ময়দানে নেমে সংঘটিত করছে আন্দোলন কর্মসূচি। বুধবার পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী গোটা রাজ্য জুড়ে বিষয়টি নিয়ে রাস্তায় নামে কংগ্রেস দলের নেতাকর্মী সমর্থকরা। রাজ্যের প্রায় সর্বত্রই এদিন বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে এবং অবিলম্বে বর্ধিত মাশুল প্রত্যাহারের দাবিতে নানা আন্দোলন কর্মসূচি সংঘটিত করে কংগ্রেস। রাজধানী আগরতলা শহরেও সদর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় বিক্ষোভ কর্মসূচি। এদিন প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণ থেকে দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তীর নেতৃত্বে কংগ্রেস দলের কর্মী সমর্থকরা প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে বিদ্যুৎ নিগমের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এদিনের এই বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন, রাজ্যে বিদ্যুৎ পরিস্থিতি ভয়ংকর আকার ধারণ করেছে। বিদ্যুৎ পরিষেবা নিয়ে একদিকে যখন রাজ্যের মানুষ বেজায় ক্ষুব্ধ ঠিক তখনই আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে বিদ্যুৎ দপ্তর বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে,। ডাবল ইনজিনের সরকার প্রতিষ্ঠা হবার আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিজেপির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হলে রাজ্যের মানুষের আর কোন সমস্যা থাকবে না। অথচ দেখা যায় ২০১৮ সালের পর বিভিন্ন চার্জের নাম দিয়ে বিদ্যুৎ মাশুল ক্রমশ বেড়েই চলেছে। এভাবে বিদ্যুৎ মাশুলে মানুষ দিশাহারা। পরিষেবার মান উন্নয়ন না করে মাশুল বৃদ্ধি করে এক অরাজকতা চালিয়ে আসছে বিদ্যুৎ দপ্তর।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

thirteen + sixteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য