উপমুখ্যমন্ত্রী গ্রামোন্নয়ন দপ্তরের সাতচাদ বিভাগের নবনির্মিত দ্বিতল পাকা ভবনের দ্বারোদঘাটন করেন আজ উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা । সাতচাদ ব্লক সংলগ্ন স্থানে ফলক উন্মোচন এবং ফিতা কেটে গ্রামোন্নয়ন দপ্তরের সাতচাদ বিভাগের নবনির্মিত দ্বিতল পাকা ভবনের উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী । উদ্বোধকের ভাষণে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন , সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্য নিয়ে কাজ করছে বর্তমান রাজ্য সরকার । রাজ্যে গ্রাম ও শহরকে সমান গুরুত্ব দিয়ে রাস্তা , পানীয়জল , স্বাস্থ্য , শিক্ষা সহ পরিকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে । উন্নয়ন যাতে গ্রামে ও পাড়ায় পৌঁছায় তার জন্য গ্রামোন্নয়ন দপ্তরের ২৩ টি সাব ডিভিশন অফিস নতুন খোলা হয়েছে । উন্নয়নের দিক থেকে সাব্রুমকে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ সাব্রুম হবে আগামী দিনে আন্তর্জাতিক বাণিজ্যের সিংহ দূয়ার । যারা আস্তাবল ময়দানে দাঁড়িয়ে চিৎকার করছেন কোনও উন্নয়ন হয় নি তাদের মানুষকে ভূল না বুঝিয়ে উন্নয়ন কাজে উৎসাহ দেওয়ার পরামর্শ দেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা । অন্যান্যদের মধ্যে বিধায়ক শংকর রায় , গ্রামোন্নয়ন দপ্তরের মুখ্য বাস্তুকার স্বপন কুমার দাস বক্তব্য রাখেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতচাদ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অনিল চন্দ্র মজুমদার । গ্রামোন্নয়ন দপ্তরের সাতচাদ বিভাগের দ্বিতল এই পাকাবাড়ি নির্মাণে ব্যয় করা হয়েছে ১ কোটি ৩২ লক্ষ টাকা ।