Sunday, September 8, 2024
বাড়িখবররাজ্যআগরতলা পৌর নিগমের অন্তর্গত আশারাম পাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হলো...

আগরতলা পৌর নিগমের অন্তর্গত আশারাম পাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হলো রাষ্ট্রীয় বাল্য স্বাস্থ্য কার্যক্রম

ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে রাষ্ট্রীয় বাল্য স্বাস্থ্য কার্যক্রম একটি উদ্ভাবনী ও উচ্চাভিলাসী উদ্যোগ। এই কর্মসূচির মূলত উদ্দেশ্য হলো শিশুদের স্বাস্থ্য স্ক্রিনিং এবং প্রাথমিক হস্তক্ষেপ পরিষেবা গুলিকে শনাক্তকরণ করে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা। শুধু তাই নয়, শিশুদের সামগ্রিক জীবনযাত্রার মান উন্নত করার জন্য এই রাষ্ট্রীয় বাল্য স্বাস্থ্য কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্ম থেকে ১৮ বছর বয়সী শিশুদের বিভিন্ন জন্মগত সমস্যা যেমন জন্মগত বধিরতা, ছানি, হৃদরোগ, ঠোঁট কাটা, তালু কাটার সমস্যা, বাঁকা পায়ের সমস্যা, ইত্যাদি বিভিন্ন রোগের চিকিৎসা ব্যবস্থাপনা করা হয়। তাই রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে এখন কেন্দ্রীয় সরকারের এই কর্মসূচি। সোমবার আগরতলা আশারাম পাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে রাষ্ট্রীয় বাল্য স্বাস্থ্য কার্যক্রম সুচির অঙ্গ হিসেবে অনুষ্ঠিত হলো এক সচেতনতামূলক শিবির।গজারিয়া কমিউনিটি হলে আয়োজিত এদিনের এই শিবিরের উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর অঞ্জনা দাস পৌর নিগমের মেয়র ইন কাউন্সিল বাপি দাস সহ এলাকার আশা কর্মীরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

12 + 9 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য