রাজধানী আগরতলার অন্যতম একটি বাজার হল বটতলা বাজার। এই বাজারে একদিকে যেমন রয়েছে প্রচুর সংখ্যক ছোটবড় ব্যবসায়ী, ঠিক তেমনি প্রতিদিন হাজার হাজার লোক তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে ছুটে আসেন এই বাজারে। বাজার সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রয়েছে বটতলা উদ্বাস্তু বাজার ব্যবসায়ী কমিটি। কিন্তু বাজারের পূর্বতন কমিটির কর্মকর্তারা বাজার উন্নয়ন ও সরকার বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ উঠে। আর এই অভিযোগের ভিত্তিতে পূর্বতন কমিটিকে বাধ্য করা হয় পদত্যাগ করতে। ফলে গত বেশ কিছুদিন ধরেই বটতলা উদ্বাস্তু বাজার ব্যবসায়ী কমিটি ছাড়া চলছিল বটতলা বাজার। অবশেষে এই এলাকার বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে গঠিত হলো বাজারের নতুন কমিটি। শনিবার কমিটির কার্যালয়ে বাজারের সমস্ত ব্যবসায়ীদের উপস্থিতিতে নতুন বাজার কমিটি গঠন ঘোষণা দিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিনের এই সাধারণ সভায় মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী, তুষার কান্তি ভট্টাচার্য, নিবাস দাস সহ আরো অনেকে। ৩৩ সদস্যের নতুন বাজার কমিটির সভাপতি ও সম্পাদক হিসেবে মনোনীত করা হয় যথাক্রমে সঞ্জীব মজুমদার ও সুভাষ দাসকে। আনুষ্ঠানিকভাবে বাজারের নতুন ব্যবসায়ী কমিটির সদস্যদের নামের তালিকা ঘোষণা করে এদিন মেয়র দীপক মজুমদার বলেন, বাজারের বর্তমান নতুন কমিটি প্রশাসনের সহযোগিতায় আগামীদিন বাজারকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে। রাজ্য সরকার ও পৌরনিগম ক্রেতাদের সুবিধার্থে আগরতলা শহরের সব কয়টি বাজারকেই উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। সরকারের সদিচ্ছার আর কোন অভাব নেই। শুধু প্রয়োজন রয়েছে এখন সহযোগিতার। তিনি আশা ব্যক্ত করেন যে, বটতলা বাজারের সমস্ত ব্যবসায়ীরা বাজার উন্নয়নে আগামীদিন প্রশাসনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।